অ্যান্ডারসনের ৫ উইকেট, ৩৬৪ রানে থামল ভারত
পুরোপুরি ফিট না হওয়ায় লর্ডস টেস্টে খেলার সম্ভাবনা ছিল না জেমস অ্যান্ডারসনের। অথচ মূল লড়াইয়ে সেই অ্যান্ডারসনই দেখালেন দারুণ চমক। ২৯ ওভার বোলিং করে তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। ইংলিশ তারকার দাপুটে বোলিংয়ে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে থেমেছে ভারত।
আজ শুক্রবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ৩৬৪ রানে অলআউট হয়েছে বিরাট কোহলির দল। ব্যাট হাতে সর্বোচ্চ ২৫০ বলে ১২৯ রান করেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল।
গতকাল বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমদিন ব্যাটিংয়ে নেমে ভালোই কেটেছিল ভারতীয়দের। প্রথম দিনের শেষে ভারত স্কোরবোর্ডে তুলে ফেলেছিল তিন উইকেটে ২৭৬ রান। আজ দ্বিতীয় দিন আশা জাগে বড় স্কোরের। কিন্তু সেটা তেমন হলো না। দ্বিতীয় দিন মুখথুবড়ে পড়েছে ভারতীয়দের ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করার মধ্যেই বাকি সাত উইকেট হারাল বিরাট কোহলির দল। গুঁটিয়ে গেল ৩৬৪ রানে।
অবশ্য ভারতের ব্যাটিং বেশিদূর যেতে দেননি অ্যান্ডারসন। গতকাল বৃহস্পতিবার জোড়া উইকেট নেওয়া অ্যান্ডারসন। আজ নিয়েছেন আরো তিনটি উইকেট। গতকাল রোহিত শর্মা ও পূজারার উইকেট নিয়েছেন তিনি। আজ নিয়েছেন রাহানে, ইশান্ত এবং বুমরার উইকেট।
লোকেশ রাহুল ছাড়াও ভারতের হয়ে ভালো ব্যাটিং করেন রোহিত। দ্বিতীয় সর্বোচ্চ ৮৩ রান আসে তাঁর ব্যাট থেকে। মূলত ওপেনিং জুটিতেই ভালো রান পায় ভারত। ১০৩ বলে ৪২ রান করে ফিরে যান বিরাট কোহলি। ৪০ রান আসে জাদেজার ব্যাট থেকে। পন্থ করেন ৩৭ রান। আজ জাদেজা এবং পন্থ ফিরতেই ভারতের ইনিংস দ্রুত শেষ হয়।
ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন রবিনসন ও মার্ক উড। এ ছাড়া মইন আলি নিয়েছেন একটি উইকেট।