দেশে সংখ্যালঘুদের ক্ষমতায়ন নেই : সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশে সংখ্যালঘুদের ক্ষমতায়ন নেই। রাষ্ট্রে তাদের প্রতিনিধিত্ব নেই।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসমাবেশে এ কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
urgentPhoto
মহাসমাবেশে ঐক্য পরিষদের নেতারা বলেছেন, জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, সংখ্যালঘুদের সাংবিধানিকভাবে ক্ষমতায়ন করতে হবে। এটা সংখ্যালঘুদের অধিকার। অধিকার থেকে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না।
মানবাধিকার কমিশনের চেয়াম্যান মিজানুর রহমান বলেন, ‘আমরা সবাই বাঙালি। এ ঐক্যে ফাটল ধরতে পারে না।’ তিনি আরো বলেন, ‘এ দেশে সংখ্যালঘুরা ভোটব্যাংক হতে পারে না। বাংলাদেশ কোনো গোষ্ঠী বা জাতি বা কোনো সম্প্রদায়ের নয়।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। বক্তব্য দেন অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, ড. জিন বোধি ভিক্ষু প্রমুখ। সমাবেশে পার্বত্য নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার পক্ষে বক্তৃতা পাঠ করে শোনানো হয়।
সমাবেশ থেকে ঐক্য পরিষদ সাত দফা পেশ করে তা আগামী ছয় মাসের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।