কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে আরও চারজনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। অপর একজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার আশরাফুল আলম জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৮৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১৪০ জন করোনা রোগী রয়েছে। এ ছাড়া ৪৭ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
অপরদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ।