আত্মবিশ্বাসী বসুন্ধরা কিংসের সামনে আজ বেঙ্গালুরু এফসি
বাংলাদেশের ফুটবলে দাপিয়ে বেড়ানো বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপেও দারুণ সূচনা করেছে। নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা কিংসরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে বসুন্ধরা।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায়। ম্যাচের আগে বাংলাদেশ ফুরফুরে মেজাজে থাকলেও কিছুটা ব্যাকফুটে বেঙ্গালুরু। কারণ আসরে তাদের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে নিজ দেশের দল মোহনবাগানের কাছে ২-০ গোলে হেরে যায় দলটি।
সে দিক থেকে বেশ আত্মবিশ্বাসী বসুন্ধরা। কারণ, শুরুর ম্যাচ ঠিক একই ব্যবধানে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে কিংসরা। আজ বেঙ্গালুরুকে হারাতে পারলেই নকআউটের পথে কিছুটা এগিয়ে যাবে বাংলাদেশের ক্লাবটি। সেই দিকেই নজর দিচ্ছেন কোচ অস্কার ব্রুসন। টানা দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছেন তিনি।
বসুন্ধরার কোচ বলেন, ‘আমরা অনুভব করতে পারছি যে, বেঙ্গালুরু আমাদের কৌশলের পালটা জবাব দিতে অনেক উঁচুতে ডিফেন্স লাইন নিয়ে চাপ দেবে, উন্মুক্ত ম্যাচ খেলবে। আমরা কীভাবে শুরু করব, সেটা বিষয় নয়; কিন্তু আমরা জানি, এটা খুবই দীর্ঘ, ৯০ মিনিটের ম্যাচ হবে। জিততে হলে আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে; প্রতিপক্ষকে ভুল করার জন্য হতাশ করতে হবে।’
বেঙ্গালুরুকে কিছুতেই ছোট করে দেখছেন না তিনি, ‘বেঙ্গালুরুকে ছোট করে দেখা উচিত হবে না। তারা খুবই বিপজ্জনক-বিশেষ করে সুনীল ছেত্রি, ক্লেইতন সিলভা, সুরেশ সিংয়ের মতো ফরোয়ার্ড এবং দুজন শক্তিশালী সেন্টার-ব্যাক আছে। তবে, পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না তারা শতভাগ ঠিক আছে। এবং তাদের মাঝমাঠের অনিশ্চয়তাটুকুর কারণে তারা মোহনবাগানের কাছে হেরেছিল।’