গোল উৎসবের ম্যাচে নরিচকে উড়িয়ে দিল ম্যানসিটি
মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ খুঁজে পেল পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে ফেরা নরিচ সিটির বিপক্ষে গোল উৎসবের ম্যাচ দিয়ে জয়ে ফিরল ম্যানসিটি।
গতকাল শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে নরিচকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। দলের হয়ে গোল করেন জ্যাক গ্রিলিশ, রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও এমেরিক লাপোর্ত। বাকি গোলটি আসে প্রতিপক্ষের ভুলে। নিজেদের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরেছিল ম্যানসিটি।
এদিন ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখে ১৬টি শট নেয় ম্যানসিটি। এর মধ্যে চার অনটার্গেট শটের চারটিতেই সফল সিটি। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একবার শট নিতে পেরেছে নরিচ।
উল্টো ম্যাচের সপ্তম মিনিটে আত্মঘাতি গোল করে বসে নরিচ। তাতে উৎসবের বন্যা শুরু হয় ইতিহাদে। ২২তম মিনেট ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকেরা। ডান প্রান্ত থেকে জেসুসের নিচু ক্রস চারজন খেলোয়াড় পেরিয়ে দূরের পোস্টে পেয়ে যান রেকর্ড ১০ কোটি পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে নাম লেখানো গ্রিলিশ। সুযোগ হাতছাড়া না করে বল জালে ঠেলে দেন তিনি।
বিরতির পর ৬৪ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ফরাসি ডিফেন্ডার লাপোর্ত। সাত মিনিট পর দলের আরেকটি গোল করেন স্টার্লিং। আর শেষ দিকে ৮৪তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে দলের বড় জয় নিশ্চিত করেন মাহরেজ। ফলে উৎসবে মেতে ওঠে ম্যানচেস্টার সিটি।