খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
খুলনার দিঘলিয়া উপজেলার মিনা রানী পোদ্দারকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী পরিমল বাইনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।
আসামি পরিমল বাইন পলাতক রয়েছেন। নিহত মিনা রানী ছিলেন তার চতুর্থ স্ত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট শেখ এনামুল হক জানান, ২০১৬ সালের ১৬ এপ্রিল সকালে দিঘলিয়া উপজেলার আতাই নদীর সংযোগ খাল থেকে মিনা রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ওই দিন দিঘলিয়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মীর আতাহার আলী ২০১৭ সালের ২০ জুন মিনা রানীর স্বামী পরিমল বাইন ও তার ভাড়া করা খুনি টিপু শেখকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে টিপু শেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।