হেডিংলি টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
নটিংহ্যামে প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও লর্ডসে দ্বিতীয় টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত। হেডিংলেতে তৃতীয় টেস্টের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর আলোচনা।
সিরিজে ভারতের টপঅর্ডার ভালো করলেও অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ফর্ম খুব একটা ভালো নয়। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ফর্মে না থাকলেও লর্ডসে অর্ধশতরানের ইনিংস খেলে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।
লর্ডসে মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহের অপরাজিত ৮৯ রানের জুটি দলকে বাজে অবস্থা থেকে টেনে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অফ ফর্মে থাকা পূজারাকে তৃতীয় টেস্টের একাদশে না রাখার সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় দল। তাঁর বদলে টেস্ট অভিষেক ঘটতে পারে সূর্যকুমার যাদবের।
সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় জার্সিতে সূর্যের পারফরম্যান্স চোখে পড়ার মতো। সম্প্রতি শ্রীলঙ্কা সিরিজেও এই ব্যাটসম্যান ভালো খেলেছেন। তাই হেডিংলেতে তাঁর অভিষেক হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।
রবিচন্দ্রন অশ্বিনের ব্যপারে খুব একটা কথা শোনা না গেলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিং ও ফিল্ডিংয়ের জন্য পুনরায় তাঁরই খেলার সম্ভবনা বেশি। বোলিং বিভাগে খুব বেশি পরিবর্তন না হলেও ইশান্ত শর্মার বদলে শার্দুল ঠাকুরের একাদশে ফেরা হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।