তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের প্রতিবেদন ‘বিশ্বাসযোগ্য’ : ব্যাচেলেট
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, তালেবান আফগানিস্তানে বেসামরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করছে বলে যে রিপোর্ট করা হয়েছে তা ‘বিশ্বাসযোগ্য’।
বেসামরিকদের মৃত্যুদণ্ড কার্যকর, নারীদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ, শিশুদের সশস্ত্র বাহিনীতে নিয়োগসহ আফগানিস্তানে তালেবানের করা গুরুতর মানবাধিকার লংঘনের একাধিক ‘বিশ্বাসযোগ্য’ প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছেন মিশেল ব্যাচেলেট।
মানবাধিকার কাউন্সিলে দেওয়া এক বক্তৃতায় মিশেল ব্যাচেলেট তালেবানের হাতে বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু না বললেও শরিয়া আইনের সমর্থক গোষ্ঠীটির কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণে একটি ব্যবস্থা দাঁড় করাতে আহ্বান জানিয়েছেন।
নারীদের সঙ্গে তালেবানের আচরণ হবে ফান্ডামেন্টাল রেড লাইন (মৌলিক লাল দাগ), বলেছেন মিশেল ব্যাচেলেট। খবর বিবিসি ও আল জাজিরার।
‘নারী, সাংবাদিক ও গত কয়েক বছরে গড়ে ওঠা নাগরিক অধিকার আন্দোলনের নতুন প্রজন্মের নেতাদের নিয়ে ভয়াবহ আতঙ্ক কাজ করছে। আগের তালেবানি শাসনে যে ধরনের গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মাসগুলোতে হওয়া হত্যাকাণ্ড ও টার্গেট করে হামলার যেসব প্রতিবেদন এসেছে তাতে আফগানিস্তানের বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরাও সহিংসতা এবং নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকিতে আছে,’ পাকিস্তান ও অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) অনুরোধে হওয়া মানবাধিকার কাউন্সিলের জরুরি অধিবেশনে বলেন ব্যাচেলেট।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের পক্ষ হয়ে কথা বলা আফগান কূটনীতিক নাসির আহমেদ আন্দিশা তালেবানের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। আফগানিস্তানের ‘অনিশ্চিত ও শোচনীয়’ পরিস্থিতিতে লাখ লাখ মানুষ তাদের জীবন নিয়ে শঙ্কিত, বলেছেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্বতন্ত্র বিশেষজ্ঞরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, তালেবান যেভাবে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তাতে ভীত হয়ে অসংখ্য মানুষ গা ঢাকা দিয়েছে।
‘তল্লাশি, গ্রেপ্তার, হয়রানি, হুমকির পাশাপাশি সম্পদ জব্দ ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে,’ বিবৃতিতে বলেছে তারা।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এখন ওআইসি’র পক্ষে পাকিস্তানের দেওয়া একটি খসড়া প্রস্তাব পর্যালোচনা করছে; ওই প্রস্তাবে আফগানিস্তানে মানবাধিকার লংঘন সংক্রান্ত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।