‘নগদের ওপর ফায়ার সার্ভিস এলো’, উদ্ধার করল সাতজনকে
অভিনেতা সোহেল খান লুঙ্গি পরে বাজারে যাচ্ছিলেন। এমন সময় তাঁকে ফোন দিয়ে বাসার দারোয়ান জানালেন, লিফটের মধ্যে সাতজন মানুষ প্রায় ২০ মিনিট ধরে আটকে আছেন। তাঁদের বের করতে পারছি না এবং নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘটনা আজ বুধবার বেলা ১১টার দিকের।
সোহেল খান দ্রুত লিফটের সামনে যান। গিয়ে দেখলেন, ভেতরে থাকা লোকজন কান্নাকাটি করছেন। নিশ্বাস নিতে কষ্ট হওয়ার কথা ভেতর থেকে সোহেলকে জানানো হয়। সোহেল খান বলছিলেন, ‘তখন আমি একটি শাবল দিয়ে লিফটের দুই পাতের মধ্যে ঢুকিয়ে দিই। যাতে তাঁরা নিশ্বাস নিতে পারেন।’
সোহেল খান আজ বুধবার বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘এরপর আমি নগদের ওপর ৯৯৯-এ ফোন দিলাম, নগদের ওপর ফায়ার সার্ভিস চলে এলো। আমি ভাবতেই পারিনি, তিন-চার মিনিটের মধ্যে তারা চলে আসবে। তারা এসে ৩০ সেকেন্ডের মধ্যে সাতজনকে উদ্ধার করে বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে দুজন নারীকে অসুস্থ দেখা যায়।’
যদিও ওই লিফটের মধ্যে থাকা শাহানা জামান এনটিভি অনলাইনের কাছে দাবি করেছেন, তাঁরা সবাই লিফটের মধ্যে প্রায় ৪০ মিনিট আটকে ছিলেন। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল তাঁদের। ফায়ার সার্ভিস এসে তাঁদের উদ্ধার করে। এখন সবাই সুস্থ আছেন বলে শাহানার দাবি।
লিফট থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আবিদা জামান (২০), শাহানা জামান (৪০), সোনিয়া জামান (২৫), রাশিদা জামান সুবর্ণ (৩০), সামিউল আলম (১৪), ইয়াছিন ছাবিদ (১৬) ও লাবু (২২)।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্যান্টনমেন্ট মাটিকাটা ১৩৪/১ নম্বর ১১তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির চতুর্থতলা থেকে লিফটে নামার সময় সাতজন লিফটের ভেতর আটকা পড়েন। প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীরা চেষ্টা করেও আটকে পড়াদের উদ্ধার করতে না পেরে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। পরে আমরা দুই-তিন মিনিটের মধ্যে পৌঁছে হাইড্রোলিক স্প্রেডার নামক এক ধরনের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে সবাইকে উদ্ধার করি।’