রুটের দিনে ইংলিশদের রান পাহাড়ে পিষ্ট ভারত
হেডিংলি টেস্টে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখাল ইংল্যান্ড। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। প্রথম দুই টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। অধিনায়কের দারুণ ব্যাটিংয়ে এরই মধ্যে স্কোরবোর্ডে ৪০০-এর বেশি রান তুলে ফেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ইংলিশদের রান পাহাড়ে রীতিমতো পিষ্ট বিরাট কোহলির ভারত।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৪২২ রান। প্রথম দিন দিন ভারতকে ৭৮ রানে থামিয়ে দেওয়া ইংল্যান্ড এরই মধ্যে ৩৪৫ রানের লিড নিয়েছে।
প্রথম দিনই ভালো সংগ্রহের আভাস দিয়েছেন দুই ওপেনার জো বার্নস ও হাসিব হামিদ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে শেষ হয় ইংলিশদের প্রথম দিন। ১৩৫ রানে থামে ইংলিশদের ওপেনিং জুটি। মোহাম্মদ শামির বলে ৬১ রানে আউট হন বার্নস। ৬৮ রানে হামিদকে ফেরান জাদেজা।
এর পরই শুরু হয় জো রুটের ম্যাজিক। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড মালান। তিনি খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস। রুট খেলেন ১২১ রানের দারুণ ইনিংস। তুলে নেন নিজের ২৩তম সেঞ্চুরি। জায়গা করে নেন কেভিন পিটারসেনের পাশেন। ইংল্যান্ডের হয়ে তাদের দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি কেবল অ্যালেস্টার কুকের। সাবেক তারকার সেঞ্চুরির সংখ্যা ৩৩টি। অবশ্য কুকের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। ইংল্যান্ডের নেতৃত্বে দুজনের এখন সমান ১২টি করে সেঞ্চুরি।
এ ছাড়া গত পাঁচ ইনিংসে এটি রুটের তৃতীয় সেঞ্চুরি, এই বছরে ষষ্ঠ। ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে তিনি স্পর্শ করেন ডেনিস কম্পটন ও মাইকেল ভনকে। রুট-মালান আউট হলেন শেষ দিকে টেলএন্ডারদের ওপর ভর করে বাকি সময় পার করে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৭৮
ইংল্যান্ড ১ম ইনিংস : (আগের দিন ১২০/০) ১২৯ ওভারে ৪২৩/৮ (বার্নস ৬১, হামিদ ৬৮, মালান ৭০, রুট ১২১, বেয়ারস্টো ২৯, বাটলার ৭, মইন ৮, কারান ১৫, ওভারটন ২৪*, রবিনসন ০*; ইশান্ত ২২-০-৯২-০, বুমরাহ ২৭-১০-৫৮-১, শামি ২৬-৭-৮৭-৩, সিরাজ ২৩-৩-৮৬-২, জাদেজা ৩১-৭-৮৮-২)।