এমবাপ্পের জন্য আরও ১০ মিলিয়ন ইউরো বাড়াল রিয়াল
দলবদলের বাজারে এখন আগ্রহের কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো। এমবাপ্পেকে পেতে দুদিন আগে ১৬০ মিলিয়ন ইউরো বিড করেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু, রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্যারিসের ক্লাবটি। তবুও ফরাসি তারকাকে পাওয়ার আশা ছাড়েনি রিয়াল। এবার আরও ১০ মিলিয়ন বাড়িয়ে ১৭০ মিলিয়নের নতুন প্রস্তাব দিল রিয়াল মাদ্রিদ। গোল ডটকমসহ স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো এমনটাই জানিয়েছে।
প্রথমে ১৬০ মিলিয়ন ইউরোতে এমবাপ্পেকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার জানিয়েছিল, এমবাপ্পেকে দলে পেতে ওই প্রস্তাবই ছিল রিয়ালের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ। রিয়াল মাদ্রিদ আশা করছিল, সামনের গ্রীষ্মেই তাদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।
কিন্তু, তাদের স্বপ্ন পূরণ হয়নি। ১৬০ মিলিয়নের বিডে পাত্তা দেয়নি পিএসজি। এবার দ্বিতীয় চেষ্টা চালাচ্ছে রিয়াল। এমবাপ্পেকে পেতে সরাসরিও যোগাযোগ করছে রিয়াল। যেটা নিয়ে কিছুটা বিরক্ত পিএসজি।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, পিএসজির পরিচালক লিওনার্দো ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসকে বলেছেন, ‘দুই বছর ধরে, রিয়াল মাদ্রিদ এরকম কাজ করছে, এটা সঠিক নয়, অবৈধ। এমনকী তারা খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছিল। এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য, কারণ এটি সঠিক পন্থা নয়।’
এর আগেও আরএমসিকে লিওনার্দো বলেছেন, রিয়ালের সঙ্গে এমবাপ্পের ব্যাপারটি নিয়ে আলোচনায় আগ্রহী নন তাঁরা। তবে এমবাপ্পে যেতে চাইলে, তা হতে হবে পিএসজির শর্ত মেনেই।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। পরের বছর ১৮ কোটি ইউরোয় স্থায়ী চুক্তি হয়। পিএসজি ও রাশিয়া বিশ্বকাপ দিয়ে তারকা হয়ে উঠেছেন তরুণ এই ফুটবলার।