পুজারা-কোহলির ব্যাটে ভারতের প্রতিরোধ
হেডিংলিতে ভারতের প্রথম ইনিংস কেটেছে দুঃস্বপ্নের মতো। তার ওপর ইংল্যান্ডের বিশাল রানের চাপ। সব মিলিয়ে ঘুরে দাঁড়ানোটা ছিল খুব চ্যালেঞ্জিং। কিন্তু, তুমুল চাপের মুখে দাঁড়িয়েই বুক চিতিয়ে লড়াই করে গেলেন চেতেশ্বর পুজারা। নিজে পৌঁছে গেছেন সেঞ্চুরির কাছে। দলকেও ধীরে ধীরে চাপ থেকে বের করে আনছেন। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই তিন ব্যাটসম্যানে ভর করে হেডিংলি টেস্টের তৃতীয় দিন ভালো কেটেছে ভারতের।
হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২১৫ রান। দিন শেষে উইকেটে ৯১ রানে অপরাজিত পুজারা। ৪৫ রানে তাঁকে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ৪৩২ রান। তাতে ৩৫৪ রানের বিশাল লিড পেয়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিন ব্যাট করে ভারত সেটা নামিয়ে এনেছে ১৩৯ রানে। হাতে এখনও উইকেট বাকি ৮টি। তাতে বোঝাই যাচ্ছে ভারত এখনও হাল ছাড়েনি।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে চমক দেখান জো রুট। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড মালান। তিনি খেলেন ৭০ রানের ঝলমলে ইনিংস। রুট খেলেন ১২১ রানের দারুণ ইনিংস। তুলে নেন নিজের ২৩তম সেঞ্চুরি। জায়গা করে নেন কেভিন পিটারসেনের পাশেন। ইংল্যান্ডের হয়ে তাঁদের দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি কেবল অ্যালেস্টার কুকের। সাবেক এই তারকার সেঞ্চুরির সংখ্যা ৩৩টি। অবশ্য কুকের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। ইংল্যান্ডের নেতৃত্বে দুজনের এখন সমান ১২টি করে সেঞ্চুরি।
গত পাঁচ ইনিংসে এটি রুটের তৃতীয় সেঞ্চুরি, এই বছরে ষষ্ঠ। ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে তিনি স্পর্শ করেন ডেনিস কম্পটন ও মাইকেল ভনকে। রুট-মালান আউট হলে শেষ দিকে টেলএন্ডারদের ওপর ভর করে দ্বিতীয় দিনের বাকি সময় পার করে ইংল্যান্ড। তবে, কাল তৃতীয় দিনে ফের খেলা জমিয়ে তুলেছে ভারতীয়রা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ৭৮
ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৩২
ভারত ২য় ইনিংস : ৮০ ওভারে ২১৫/২ (রোহিত ৫৯, রাহুল ৮, পুজারা ৯১*, কোহলি ৪৫*; অ্যান্ডারসন ১৯-৮-৫১-০, রবিনসন ১৮-৪-৪০-১, ওভারটন ১৭-৬-৩৫-১, কারান ৯-১-৪০-০, মইন ১১-১-২৮-০, রুট ৬-১-১৫-০)।