‘বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে’
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে তাঁকে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে, কেননা তিনি যখন প্রথম আবেদন করেছিলেন, সেখানে বিদেশে যাওয়ার আবেদন ছিল না। বিদেশ যেতে পারবেন না শর্তসাপেক্ষে তাঁকে মুক্তি দেওয়া হয়। ওই আবেদন তখনি নিষ্পত্তি হয়েছিল।
আজ শনিবার দুপুরে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইনমন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী কারাগারে গিয়ে সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে। কারণ, এ আইন অনুযায়ী একবার আবেদন নিষ্পত্তি করার পর কারাগারের বাইরে থেকে পুনরায় আবেদন করা যাবে না। নতুন আবেদন করতে হলে তাঁকে কারাগারে গিয়ে নতুন আবেদন করতে হবে।’
২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘শিগগিরই ২১ আগস্ট গ্রেনেড হামলার আপিলের রায়ের শুনানির জন্য আটর্নি জেনারেলকে বলা হয়েছে। আশা করি দ্রুত শুনানির ব্যবস্থা হবে।’
সভায় ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রমুখ।