তারকার ঘোরাঘুরি
সাগরের ঢেউয়ে নেশা আছে : ন্যান্সি
নাজমুন মুনিরা ন্যান্সি। সুকণ্ঠী গায়িকা হিসেবে সবার কাছে পরিচিত। গান গেয়ে অর্জন করেছেন অসংখ্য মানুষের ভালোবাসা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
গানের ভুবনে আসার পর থেকেই দেশ ও দেশের বাইরে কনসার্টে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ন্যান্সি। তাই এখন নাকি কনসার্ট ছাড়া দেশে কিংবা দেশের বাইরে ঘুরতে যাওয়া সম্ভব হয় না তাঁর। তবে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন ন্যান্সি।
ভ্রমণের প্রিয় জায়গা কোনটি—জানতে চাইলে ন্যান্সি বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো কক্সবাজার।’
প্রথম কক্সবাজারে কবে যাওয়া হয়েছে? উত্তরে ন্যান্সি বলেন, ‘সম্ভবত ১৯৯৯ সালে কক্সবাজারে প্রথম ঘুরতে গিয়েছিলাম। এর পর অসংখ্যবার যাওয়া হয়েছে। এখন তো কনসার্ট করার জন্য বেশি যাওয়া হয়।
এই মাসেও কক্সবাজারে একটা শো করার কথা রয়েছে। বলতে পারেন, ৫০ বারেরও বেশি আমি কক্সবাজার গিয়েছি।’
কক্সবাজার অনেক চমৎকার জায়গা। যাঁরা গেছেন, তাঁরা সবাই এটা জানেন। কিন্তু শিল্পী ন্যান্সির এই জায়গার প্রতি বিশেষ দুর্বলতা আছে কি? জবাবে ন্যান্সি বলেন, ‘কক্সবাজার আসলে প্রতিমুহূর্তে আমাকে হাতছানি দেয়। দেখুন, যখন কেউ রান্না করে, সেই রান্না করার পাত্রের মাঝেও চাইলে সে সুর খুঁজে নিতে পারবে। আমি আসলে সব কাজেই সুর খুঁজে পাই। তেমনি সাগরের মাঝেও পাই। আর সাগরের ঢেউয়ে নেশা আছে। সেই নেশাই আমার অনেক প্রিয়।’