কষ্টের জয়ে ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ
লা লিগায় নতুন মৌসুমে দারুণ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। গতকাল শনিবার তৃতীয় ম্যাচেও বিপদের মুখে পড়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শেষ মুহূর্তে দানি কারভাহালের গোলে প্রতিপক্ষের মাঠে কষ্ট করে জিতল কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় গতকাল রাতে রিয়াল বেটিচকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের শুরুর ম্যাচে আলাভেসকে ৪-১ গোলে হারানোর পর গত ম্যাচে লেভান্তের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বসে রিয়াল।
গতকাল কিছুটা সময় বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ১৩টি শট নিয়ে মাত্র তিনটি অনটার্গেটে ফেলতে পেরেছে রিয়াল। আক্রমণে ধার ছিল বেটিচেরও। ১১টি শট নিয়ে ছয়টিই অনটার্গেটে ফেলতে পারে বেটিচ।
আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে ব্যবধান গড়েন দানি কারভাহাল। ৬০তম মিনিটে বাইলাইন থেকে ভিনিসিউসের কাটব্যাক পেয়ে ডান দিকে ক্রস বাড়ান বেনজেমা। এরপর দুর্দান্ত সাইড ভলিতে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন কারভাহাল।
শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও আর সফল হয়নি রিয়াল মাদ্রিদ। রক্ষণ ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
চলতি তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে সেভিয়া, ভালেন্সিয়া ও মায়োর্কা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান দুই ম্যাচে বার্সেলোনার পয়েন্ট চার। বার্সা আছে আট নম্বরে।