ভৈরবে আইভি রহমান স্মরণে খাদ্যসামগ্রী বিতরণ
আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত এক হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আজ সোমবার দুপুরে স্থানীয় সরকারি কে. বি. পাইলট হাইস্কুল মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আইভি রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি আলহাজ মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব মো. সাখাওয়াত হোসেন মোল্লা।
এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিক এমএ লতিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বারের সিনিয়র সহসভাপতি হাজি মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কুকর্মের ফসল। খুনি খালেদা-তারেক, বাবর-নিজামীরা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এই হামলা চালায়। ওই হামলায় ভৈরবের গণমানুষের আপনজন আইভি রহমান শাহাদাত বরণ করেন। সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।