সিরিজ সমতা আনল আয়ারল্যান্ড
প্রথম ম্যাচ হেরেছিল আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ সমতা আনল স্বাগতিক আয়ারল্যান্ড। গতকাল রোববার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা ৭ উইকেটে জিতেছে।
ডাবলিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি তারা। ১০.১ ওভারে ৬৪ রান তুলতেই পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে।
তবে ষষ্ঠ উইকেটে ৮৮ রান যোগ করেন মিল্টন শুম্বা ও রায়ান বার্ল। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রান গড়ে জিম্বাবুয়ে। অপরাজিত ৪৬ রান করেন শুম্বা। ৩৭ রান করেন রায়ান।
জবাবে কেভিন ও’ব্রায়েনের ব্যাটিং তোপে ৯ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড। ৪১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৬০ রান করেন ও’ব্রায়েন। এছাড়া পল স্ট্রার্লিং ৩৭ ও জর্জ ডকরেল অপরাজিত ৩৩ রান করেন।
সিরিজের প্রথম ম্যাচ ৩ রানে জিতেছিল জিম্বাবুয়ে। আগামী ১ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।