বাংলাদেশের কন্ডিশন কঠিন মনে করেন কিউই ক্রিকেটার
বাংলাদেশের কন্ডিশন অনেক বেশি কঠিন বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের তরুণ পেসার বেন সিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
বাংলাদেশে এর আগেও সফর করেছিলেন সিয়ার্স। ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ নিউজিল্যান্ডের জন্য চিন্তার কারণ বলে মনে করেন সিয়ার্স। এ ব্যাপারে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন সত্যিই ভিন্ন ধরনের। আমি অনুশীলনে খুবই গরম অনুভব করছি। উইকেটও ভিন্ন। আপনাকে এটির সঙ্গে মানিয়ে নিতে হবে।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।