কুমিল্লায় আগুনে পুড়ে গেছে ১০ দোকান
কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে দেবীদ্বারের এলাহাবাদ বাজারে একটি প্লাস্টিক সামগ্রির দোকানে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবর দিলে তিন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।