প্রথমার্ধে এক গোলে এগিয়ে আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাটিতে আর্জেন্টিনা সর্বশেষ জয় পেয়েছিল ২০০৭ সালে। এর পর আর কোনো সাফল্য পায়নি তারা। ১৪ বছর পর দেশটির মাটি থেকে সাফল্য পেতে পারে মেসিরা।
আজ শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে দলটির পক্ষে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাক গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা আধিপত্য দেখিয়েছে। এর আগে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ইনজুরিয়ে সময়ে সাফল্য পায় তারা।
বাছাইপর্বে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
গত জুলাইয়ে কোপা আমেরিকা কাপ জিতে বেশ ভালো অবস্থানে আর্জেন্টিনা। এই ম্যাচে তার প্রতিফলন দেখা গেছে।