ট্রেনে ছোড়া পাথরের আঘাতে চোখে ক্ষত নিয়ে হাসপাতালে চালক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছুড়ে মারা পাথরে চোখে আঘাত পেয়েছেন ট্রেনের সহকারী চালক কাউসার আহমেদ। ভৈরব স্টেশনের আউটার সিগনালের কাছাকাছি এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার নূরুন্নবী জানিয়েছেন, সহকারী চালক কাউসার আহমেদকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভৈরব রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভৈরব স্টেশনের আউটার সিগনালের কাছাকাছি আসে। ট্রেন পরিচালনা করছিলেন প্রধান চালক। সহকারী চালক হিসেবে কাউসার পাশে ছিলেন। ট্রেনটি পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা অতিক্রম করার সময় নিচ থেকে কে বা কারা এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকে। এর মধ্যে একটি পাথর ইঞ্জিনের কাচ ভেঙে আঘাত হানে ট্রেনটির সহকারী চালক কাউসার আহমেদের দুই চোখে। চোখে কাচ বিদ্ধ হওয়ার পর তিনি আর চোখ খুলতে পারছিলেন না। চোখ দিয়ে রক্ত ঝরছিল।
ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার পর কাউসারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ট্রেনে করেই ঢাকায় পাঠানো হয়। বিমানবন্দর স্টেশনে নামিয়ে তাঁকে অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, কারা এবং কেন ট্রেনে পাথর ছুঁড়ল, জানা যায়নি। ঘটনার পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে, তারা ঘটনার সাথে জড়িত নয় বলে জানিয়েছেন।