অ্যাসাইনমেন্ট মূল্যায়নের স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় : মাউশি মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার পাশাপাশি পরীক্ষা মূল্যায়নের অ্যাসাইনমেন্ট পদ্ধতিও যাচাই করে দেখা হচ্ছে। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট মূল্যায়নের স্বচ্ছতার ওপর শিক্ষা মন্ত্রণালয় জোর দিচ্ছে।’
আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কয়েকটি স্কুল ঘুরে দেখার পর মাউশি মহাপরিচালক এসব কথা বলেন।
মাউশি মহাপরিচালক বলেন, ‘অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মূল্যায়নের ভুল কিংবা কোনো শিক্ষার্থীর নকল করার পর ব্যবস্থা না নিলে যিনি খাতা মূল্যায়ন করেছেন সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
একইসঙ্গে ১১ সেপ্টেম্বরের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কীভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সে ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন মহাপরিচালক।
এ সময় আঞ্চলিক পরিচালক (ঢাকা বিভাগ) মনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।