উঠতি নায়িকা রিপাকে স্বর্ণের পায়েল উপহার পরী মণির
জামিনে মুক্ত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি উঠতি নায়িকা রাজ রিপাকে স্বর্ণের পায়েল উপহার দিয়েছেন। পরী মণি কারাবন্দি থাকা অবস্থায় তাঁর মুক্তি দাবিতে শাহবাগের মানববন্ধনে অংশ নিয়েছিলেন রাজ রিপা।
রাজ রিপার ফেসবুকের একাধিক স্ট্যাটাস থেকে জানা যায়, কারামুক্তির পর পরী মণির সঙ্গে দেখা করতে যান তিনি। তখন ‘বড় বোন’ সম্বোধন করলে রাজ রিপাকে ‘ছোট বোন’ ডেকে এই উপহার দেন পরী মণি।
তাহলে কি পাশে থাকায় স্বর্ণের পায়েল উপহার পেলেন রাজ রিপা? এনটিভি অনলাইনের এমন প্রশ্নে রিপার উত্তর, ‘এমনটা হলে সবাই উপহার পেত; সেটা কি পেয়েছে? আমি আপুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, উনাকে বড় বোন ডাকায় উনি বলেছেন, তুই আমাকে মন থেকেই ডাকছিস, আমি বুঝতে পারছি। এর পর তিনি আমাকে উপহার হিসেবে পায়েল দেন।’
রাজ রিপা ‘মুক্তি’ শিরোনামের একটি সিনেমার শুটিং করছেন, যেটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। এর বাইরে দুই বিজ্ঞাপনে কাজের কথা চলছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রিপা।
গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব। ১ সেপ্টেম্বর ২৬ দিনের বন্দিজীবন থেকে জামিনে মুক্তি মিলেছে পরীর।