চার মামলায় শওকত মাহমুদের জামিন বহাল
নাশকতার চার মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এসব মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
মামলায় আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও মোর্শেদ আল মামুন লিটন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
নাশকতার অভিযোগে চলতি বছর শওকত মাহমুদের বিরুদ্ধে রামপুরা থানায় দুটি, পল্টন থানায় একটি ও খিলগাঁও থানায় একটি মামলা করা হয়। সব মামলার বাদী সংশ্লিষ্ট থানার পুলিশ।
এর আগে রামপুরা থানার দুটি ও খিলগাঁওয়ের মামলায় ৯ নভেম্বর শওকত মাহমুদকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এর পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। তাঁকে এ পর্যন্ত ২০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।