কিশোরগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, শিশু নিহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম নুহা আক্তার (৪)। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা গ্রামের সড়কঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তালজাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম খান শিশুটির পরিচয় নিশ্চিত করে জানান, নিহত নুহা আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দরবন গ্রামের রমজান ভূঁইয়ার মেয়ে। সে তাড়াইলের বাশহাটি গ্রামের ফুফুর বাড়ি বেড়ানোর পরে নিজ বাড়িতে ফিরছিল। দুর্ঘটনার সময় অটোরিকশায় ফুফা সাইফুল ইসলাম ও ফুফু মমতা আক্তার সঙ্গে ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত তাড়াইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি তাড়াইলের বাশহাটি গ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দরবন যাচ্ছিল। সড়কঘাট এলাকায় একটি সেতুতে ওঠার আগ মুহূর্তে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যায়।
এএসআই ফজলুল হক জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় চালক ও তিন যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আড়াই ঘণ্টা অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।