আল-কায়েদা নেতা জাওয়াহিরির ভিডিওবার্তা প্রকাশ
নাইন-ইলেভেন (৯/১১) হামলার ২০তম বার্ষিকীতে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিওবার্তা প্রকাশ হয়েছে। ভিডিওটি শনিবার সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছে নজরদারি প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ কথা জানিয়েছে।
জাওয়াহিরি ভিডিওতে বলেছেন, ‘জেরুজালেম ইহুদিদের বিশ্বাসে পরিচালিত হবে না।’
এ ছাড়া জানুয়ারিতে সিরিয়ায় রাশিয়ার সেনাদের লক্ষ্য করে হামলাসহ আল-কায়েদা’র পরিচালিত অন্যান্য হামলার প্রশংসা করেন।
সাইট ইন্টেলিজেন্স জানায়, আয়মান আল জাওয়াহিরি ২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথাও উল্লেখ করেন। তবে তাঁর মন্তব্য নতুন রেকর্ডিংয়ের ইঙ্গিত দেয় না, কারণ তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার সম্পর্কিত চুক্তি ২০২০ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল।
ভিডিওতে জাওয়াহিরি তালেবানের আফগানিস্তান ও রাজধানী কাবুল দখলের কোনো উল্লেখ করেননি। তবে সাইট জানায়, তিনি ১ জানুয়ারি উত্তরাঞ্চলীয় সিরিয়ার উত্তর প্রান্তের রাক্কা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে পরিচালিত হামলার কথা উল্লেখ করেছেন।
২০২০ সালের শেষের দিকে অসুস্থ হয়ে জাওয়াহিরি মারা গেছেন বলে গুজব ছড়ায়। তারপর এই শনিবার পর্যন্ত কোনো ভিডিও বা বেঁচে থাকা সম্পর্কিত প্রমাণাদি প্রকাশ করা হয়নি।
জাওয়াহিরির ৬১ মিনিট ৩৭ সেকেন্ডের রেকর্ড করা ভাষণের ভিডিওটি শাহাব মিডিয়া ফাউন্ডেশনের মাধ্যমে প্রচার করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে জিহাদি তৎপরতার ক্ষেত্রে আল-কায়দা অপর জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে।