৩ গোল খেয়ে ধৈর্য ধরার আহ্বান বার্সা কোচের
একই মঞ্চে পুরোনো ক্ষতে প্রলেপ দেওয়ার ভালো সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু প্রতিশোধ তো দূরের কথা, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি কাতালান ক্লাবটি। তবে, এ যাত্রায় গোল কম খেয়েছে দলটি। আগের বার বায়ার্নের কাছে আট গোল খাওয়া বার্সা এবার খেয়েছে তিন গোল। জার্মানির ক্লাবটির কাছে তিন গোলে হারের পর ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানালেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। লড়াইয়ের মঞ্চে দাপট ছিল বায়ার্নেরই। পুরো ম্যাচে বার্সা তারকারা পারেননি নিজেদের মেলে ধরতে। এমন হারের পর স্বাভাবিকভাবেই দলের কিংবদন্তি তারকা লিওনেল মেসিকে মনে পড়েছে বার্সা ভক্তদের। কিন্তু, পরিস্থিতি মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। সে পথই বেছে নিলেন কোম্যান। সাফল্যের পথ খুঁজে পেতে ধৈর্য ধরার আহ্বান জানালেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘কৌশলগতভাবে এমন কিছু মুহূর্ত ছিল, যেখানে আমরা নিয়ন্ত্রণে ছিলাম। বায়ার্নের মাঝের অংশে নিজেদের কাজটা করে নিয়েছে। আপাতত আমরা এটাই। তাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে। বায়ার্ন এমন একটি দল যেখানকার খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছে এবং তাদের একটি বেঞ্চও রয়েছে। যারা দিনে দিনে উন্নত হয়েছে।’
এরপর নিজেদের পরিস্থিতি বুঝিয়ে বার্সা কোচ বলেন, ‘আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে যারা দুই বা তিন বছরের মধ্যে আরও ভালো হবে। এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু আমাদের উন্নতির জন্য অপেক্ষা করতে হবে। খেলোয়াড়দের চোট থেকে সেরে ওঠার জন্যও সময় দিতে হবে। আমাদের হয়তো কয়েক সপ্তাহ এভাবে কাটাতে হবে, কারণ পরবর্তীকালে আমরা সার্জিও আগুয়েরো, উসমানে দেম্বেলে ও আনসু ফাতির মতো খেলোয়াড়দের ফিরে পেতে যাচ্ছি। এর জন্য ধৈর্য ধরতে হবে।’