কারখানা স্থানান্তরে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে অ্যাপেক্স ট্যানারি
রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তরে অ্যাপেক্স ট্যানারিকে ১০ কোটি চার লাখ পাঁচ হাজার ৩৬৭ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। প্রথম কিস্তিতে দুই কোটি ৮১ হাজার ৭৩ টাকা দেওয়া হবে। এ ব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে অ্যাপেক্স ট্যানারির চুক্তি হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাড়ে ২০০ একর জায়গাজুড়ে চামড়া শিল্পনগর গড়ে তোলা হয়েছে।
২০০৩ সালের ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) ‘চামড়া শিল্পনগর—সাভার, ঢাকা’ নামের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাছাকাছি সময় পরিবেশদূষণ ঠেকাতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতও হাজারীবাগ থেকে দ্রুত ট্যানারি সাভারে স্থানান্তর করতে সরকারকে সময় বেঁধে দেন। পরে শিল্পনগরে ট্যানারি স্থানান্তরে ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ট্যানারির বর্তমানে অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভ আছে ৫৪ কোটি ২০ লাখ টাকা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ৯৬ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ১১৮ টাকা ৯০ পয়সা।