অধ্যক্ষের অপসারণের দাবিতে ডিসি অফিস ঘেরাও
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির মজুমদারকে গ্রেপ্তার ও অপসারণের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ, মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ ও মানবন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বর্তমান কলেজের দায়িত্বরত অধ্যক্ষ কলেজের বিভিন্ন তহবিল থেকে নামে-বেনামে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দীর্ঘ সময় তদন্ত করে তাঁর বিরুদ্ধে প্রায় ৫৭ লাখ টাকা অর্থ আত্মসাতের মামলা করে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তিনি এখনও ওই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, এই অধ্যক্ষ কলেজের বেশিরভাগ সময় বাসভবনসহ রাজশাহীতে পরিবারের সঙ্গে সময় কাটান। তাঁর বিরুদ্ধে কোনো কথা বললে তিনি প্রশাসনসহ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানি করেন। তাঁর ভয়ে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা কথা বলতে সাহস করে না।
অতিদ্রুত এই অধ্যক্ষকে অপসারণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায় আন্দোলনকালে শিক্ষার্থীরা। নয়ত আগামীতে আরও কঠোর আন্দোলন করা হবে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মানবন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দুদক আঞ্চলিক অফিসে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্বারকলিপি প্রদান করেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের অপসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে তাঁরা।
গত ১২ সেপ্টম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। এ ছাড়া জেলার প্রতিটি স্থানে অধ্যক্ষের বিরুদ্ধে পোস্টার লাগিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।