আফগানিস্তান দখলে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়ে চড়া মূল্য দিয়েছে পাকিস্তান
আফগানিস্তান দখলে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়ে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে গত শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এমনটি বলেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিয়ে মার্কিন সিনেটরদের সমালোচনার জবাবে এমন প্রতিক্রিয়া জানান ইমরান খান। তিনি বলেন, মিত্র হওয়া সত্ত্বেও ২০ বছরে পাকিস্তানে ৪৮০ বার ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ইমরান খান বলেন, ‘৯/১১ হামলার সময় পাকিস্তান শাসন করছিলেন সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেতে আফগানিস্তান দখলে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছিল সেই সরকার। তবে, সে সহায়তা দেওয়াটা পাকিস্তানের জন্য ভুল ছিল।
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নতি হচ্ছে। ইরান এবং সৌদি আরবের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো।’