দুই ছেলে হত্যা : মা-প্রেমিকের ফাঁসির দাবিতে মিছিল
গোপালগঞ্জে দুই সহোদর শিশুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় ‘জড়িত’ মা ও প্রেমিকের ফাঁসির দাবি করেছে সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের লোকজন।
আজ বুধবার সকালে শহরের বেদগ্রাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শতাধিক গ্রামবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর সড়কের ওপর ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দোষী মা ও প্রেমিকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নীরবের বাবা ইউসুফ সরদার।
গত বৃহস্পতিবার রাতে শিশু রায়হান সরদার (১০) ও রইস সরদারের (৪) লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, বালিশচাপা দিয়ে দুজনকে হত্যা করেন মা জান্নাতুল ফেরদাউস কুলসুম।