চুলের সুরক্ষায় তিন মোক্ষম উপায়
আপনার চুল রুক্ষ? জট পেকে যায়? এসব থেকে মুক্তির একমাত্র উপায় চুলের সঠিক যত্ন নেওয়া। অনেক সময় রং করা বা হিট স্টাইলিংয়ের কারণে চুলের ক্ষতি হয়। আর সঠিক প্রসাধন ব্যবহার করছেন কি না, তার ওপরেও নির্ভর করে চুলের যত্ন।
ভারতের বিখ্যাত জীবনধারা ও ফ্যাশনবিষয়ক সাময়িকী ফেমিনার এক প্রতিবেদনে চুলের যত্নে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আজ আমরা জেনে নেব চুলের সুরক্ষায় তিন মোক্ষম উপায়—
ভেজা চুল আঁচড়াবেন না
গোসলের পরে চুল ভেজা থাকে। অনেকে গোসলের পর পরই চুল আঁচড়ায়। এ সময় চুলের গোড়া নরম থাকে। তাই চুল আঁচড়ানো ঠিক নয়। ভেজা চুল আঁচড়ালে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। কেবল চুলে কন্ডিশনার করলে এবং চুল থেকে বাড়তি পানি ঝরে গেলে তখন আঁচড়াতে পারেন।
নিয়মিত চুলের আগা কাটুন
চুল ভালো রাখতে হলে নিয়মিত চুলের আগা কাটতে হবে। নিয়মিত আগা কাটলে আপনার চুল ভালো থাকবে। এতে জট পড়ার সম্ভবনা কমবে। আঁচড়ালে বেশি চুল উঠবে না। চুল বড় হলে অন্তত তিন মাস পর পর আগা কাটুন। আর চুলের যত্নে ভালো তেল অথবা সেরাম ব্যবহার করুন।
কন্ডিশনার ব্যবহার করুন
আপনি যদি শ্যাম্পু করার পরে কন্ডিশনার না লাগান, তবে চুল রুক্ষ হতে পারে। অমসৃণ চুলের যত্নে কন্ডিশনার দারুণ দাওয়াই। এটি চুলকে মসৃণ, কোমল ও উজ্জ্বল করে। এ ছাড়া চুলকে জটের হাত থেকে সুরক্ষা দেয় কন্ডিশনার। আপনি যদি চুলে রং করে থাকেন, তাহলে এমন কালার নির্বাচন করুন, যা কন্ডিশনারের জন্য উপযুক্ত। কন্ডিশনার কেনার আগে যাচাই করে নিন।