আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম
গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচ শুরুর আগে পাকিস্তান সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ই-মেইল বার্তায় হুমকি দেওয়া হয়েছিল বলে জানায় এনজেডসি। তবে তাতে কি লেখা ছিল সেটি জানাতে পারেনি তারা।
নিউজিল্যান্ডের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ চাইছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ড যেটা করেছে তা সত্যিই বোধগম্য নয়। তারা আমাদের অতিথি ছিল, কোনো সমস্যা হলে পিসিবিকে জানাতে পারত তারা। নিউজিল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর থেকে প্রতিটি দলকে একজন প্রেসিডেন্টের সমান নিরাপত্তা দিয়ে থাকে পাকিস্তান।’
নিউজিল্যান্ডের একক সিদ্ধান্তে পাকিস্তানের ক্রিকেটের বড় ক্ষতি হয়েছে বলে মনে করেন ইনজামাম। তাই এই ঘটনায় আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন তিনি, ‘অবশ্যই এ ব্যাপারে আইসিসির পদক্ষেপ নেওয়া উচিত। যদি নিউজিল্যান্ডের নিরাপত্তা সম্পর্কিত বিষয় থাকে, তাহলে সেটা কেন তারা স্পষ্ট করে বলছে না। পিসিবিকে না হোক, আইসিসিকে তারা বলতে পারে। হুমকি নিয়ে কোনো কিছুই পরিষ্কার করেনি নিউজিল্যান্ড।’
পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘যদি নিউজিল্যান্ড তাদের উদ্বেগ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অবগত করতো, তবে নিরাপত্তা সংস্থাগুলো অবশ্যই বিষয়টিতে নজর দিতো। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এভাবে সফর বাতিল করার কোনো কারণই আমি বুঝতে পারছি না, এটি কিছুতেই মেনে নিতে পারছি না।’
পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো নিউজিল্যান্ডের। ২০০৩ সালের পর আবার পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।