বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ নারী দল ঘোষণা
২০২১ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজ রোববার ২০ জনের দল ঘোষণা করে বিসিবি। ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব।
আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্প। এরপর ক্যাম্প হবে সিলেটে। ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবরের মধ্যে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।
বিশ্বকাপ বাছাইপর্বে প্রাথমিক দল
মুরশিদা খাতুন, শামীমা সুলতান, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সানজিদা আখতার, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।