তালা ও কলারোয়ায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা
সাতক্ষীরার তালা ও কলারোয়ায় উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। তালা উপজেলার খলিসখালি ইউনিয়ন ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় এ সহিংসতা সৃষ্টি হয়।
গতকাল সোমবার রাতে খলিসখালি ইউনিয়নে আওয়ামী লীগকর্মী রনজিত সরকার ও ফারুক হোসেনকে পিটিয়ে আহত করার পাশাপাশি তাদের মোটরসাইকেল ভাঙচুর করেছে প্রতিপক্ষের সমর্থকরা।
এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় একই ইউনিয়নের কাদিকাটি গ্রামে একই গ্রুপ হামলা চালায় নৌকা প্রতীকের কর্মীদের ওপর। এতে বাধা দিতে গিয়ে আহত হন হারুন চৌকিদার, সুখ দাস, মামনি দাস, অচিন্ত দাস। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খলিসখালি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়া মোজাফফর রহমান জানান, তিনি পরাজিত হওয়ায় তাকে সমর্থনকারী কর্মীদের ওপর বিজয়ী প্রার্থীর সমর্থকরা এই হামলা করেছেন। তাঁর ইউনিয়নের দলুয়া গ্রামে সন্ত্রাসী সুলতানের নেতৃত্বে একইভাবে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
অপরদিকে, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইউনিয়েনের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম এবং দেয়াড়া ইউপির পরাজিত বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম হোসেনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এসব হামলার অভিযোগে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।