চ্যাম্পিয়নস লিগে অন্য চেলসি!
ইংলিশ প্রিমিয়ার লিগে চরম দুর্দশার মধ্যে পড়েছে চেলসি। ১৫ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার ১৪তম অবস্থানে। গতবারের শিরোপাজয়ীরা এবার অবনমনের মুখে পড়বে কি না, এমন প্রশ্নও তুলতে শুরু করেছেন অনেকে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে পুরোপুরি ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে চেলসিকে। ‘জি’ গ্রুপ থেকে শীর্ষস্থান দখল করেই নকআউট পর্বে পা রেখেছে জোসে মরিনিয়োর শিষ্যরা।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের ক্লাব পোর্তোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পোর্তোকে। ‘জি’ গ্রুপ থেকে চেলসির সঙ্গী হয়েছে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ।
পুরো ম্যাচে বেশির ভাগ সময় বলের দখল ছিল পোর্তোর কাছে। ১৩ মিনিটে চেলসি প্রথম গোলটি অবশ্য পেয়েছে পোর্তোর ডিফেন্ডার ইভান ম্যারকানোর কল্যাণে। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন পোর্তোর এই স্প্যানিশ ডিফেন্ডার। ৫২ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান।
চেলসির মতো গ্রুপ পর্বের বাধা পেরিয়ে গেছে ইংল্যান্ডের অপর দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ‘এফ’ গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকেট পেয়েছে আর্সেনাল।