শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ককে জরিমানা
সংযুক্ত আরব আমিরাতের পর্ব জয় দিয়ে শুরু করেছে রাজস্থান রয়্যালস। ম্যাচটিতে হারের শঙ্কায় পড়ে যাওয়া রাজস্থান শেষের রোমাঞ্চে তুলে নেয় শ্বাসরুদ্বকর জয়। তবে জয়ের ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক সানজু স্যামসনকে জরিমানা করা হয়েছে। স্লো ওভার রেটের করণে মুস্তাফিজদের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গতকাল রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০ ওভার শেষ করতে রাজস্থানের সময় লেগেছে প্রায় ১১০ মিনিট। এর জন্য শাস্তির মুখে পড়েছেন স্যামসন। তবে এটাই তাঁর প্রথম বলে বেশি জরিমানার মুখে পড়তে হয়নি।
আইপিএলে গতকাল রাতে পাঞ্জাবের বিপক্ষে শেষের রোমাঞ্চে ২ রানে জিতেছে রাজস্থান। আগে ব্যাট করে ১৮৫ রান সংগ্রহ করে রাজস্থান। তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৮৩ রানে থামে পাঞ্জাব।
অবশ্য ম্যাচের নাগাল শেষ পর্যন্ত ছিল পাঞ্জাবের হাতেই। শেষ ১২ বলে মাত্র ৮ রান লাগত তাদের। তখন উইকেটে ছিলেন নিকোলাস পুরান ও এইডেন মারক্রামের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। কিন্তু ১৯ ওভারে মুস্তাফিজকে উড়িয়ে মারতে পারেননি তারা।
বাংলাদেশি পেসারের প্রথম তিন বলে পুরান নিতে পারেন কেবল এক রান। চতুর্থ বলে আউট হতে পারতেন মারক্রাম। ডান দিকে ঝাঁপিয়েও বল গ্লাভসে জমাতে পারেননি সাঞ্জু স্যামসন। ওই বলেও আসে এক রান। পরের দুই বলে দুটি সিঙ্গেল।
ফলে শেষ ওভারে সমীকরণটা দাঁড়ায় ৬ বলে ৪। কিন্তু সহজ সমীকরণও মেলাতে পারেনি পাঞ্জাব। শেষ ওভারে কার্তিকের প্রথম দুই বলে মারক্রাম নেন এক রান। পরের চার বলে আর রানই নিতে পারেনি পাঞ্জাব! উল্টো হারায় দুটি উইকেটে। তৃতীয় বলে কট বিহাইন্ড করে ফেরান পুরানকে। আর পঞ্চম বলে ফেরান দিপক হুদাকে। এরপর শেষ বলে কোনো রান দেওয়া ছাড়াই জয়ের উল্লাসে ভাসে রাজস্থান।
৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন জয়ের নায়ক কার্তিক। মুস্তাফিজ ৩ উইকেট পেতে পারতেন। কিন্তু তার বলে ফিল্ডাররা তিনবার ক্যাচ ছেড়ে দিয়েছেন। ৪ ওভারে তিনি দেন ৩০ রান।