খুলনায় চিকিৎসক পরিচয়ে প্রতারণা, দুজনকে সাজা
খুলনার রূপসা উপজেলায় চিকিৎসা সনদ না থাকার পরও চেম্বার খুলে সেবা দেওয়ার দায়ে দুজনকে সাজা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে এক ইমেইল বার্তায় র্যাব এ তথ্য জানায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আলমগীর এবং এ বি এম আতাউর রহমান।
র্যাব জানায়, সনদ না থাকার পরও আলমগীর এবং আতাউর মানুষকে চিকিৎসক সেজে সেবা দিচ্ছিলেন। তারা উপজেলার নৈহাটি ইউনিয়নে ইলাইপুর মোড়ে আঁখি ডেন্টাল কেয়ার এবং বাঘমারা বাজারে মাদারীপুর মেডিকেল হলে চেম্বার করতেন। তাদেরকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন মোতাবেক সাজা দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।