‘ম্যাচ উইনার’ দর্শক কেন দেখবে, জানালেন নিশাত প্রিয়ম
ছোট পর্দার অভিনেত্রী নিশাত প্রিয়মের প্রিয় ক্রিকেটারের তালিকায় আছেন দুজন। তাঁদের একজন মাশরাফী বিন মোর্ত্তজা, অন্যজন সাকিব আল হাসান। এই তালিকা আরও ছোট করলে, সেখানে শুধুই মাশরাফি।
হঠাৎ শোবিজ তারকার প্রিয় ক্রিকেটারের খবর কেন? এমন প্রশ্ন যাঁদের মনে, তাঁদের জন্য উত্তর—ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নির্মিত ‘ম্যাচ উইনার’ শিরোনামে ড্রামা সিরিজ এনটিভি ও এনটিভি অনলাইনে প্রচারে আসছে ২৫ সেপ্টেম্বর। সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।
যদিও নিশাত প্রিয়মের ভাষ্য, ‘সিরিজটির গল্প ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হলেও এর পাশাপাশি অন্য আরও অনেক গল্প আছে। যেখানে আছে পরিবারের গল্প, ভালোবাসার গল্প। ক্রাইসিসের গল্পও আছে। আমি বলব না এটা পুরোটা ক্রিকেট খেলার গল্প। ক্রিকেটের পাশাপাশি যে গল্পগুলো আছে, সেগুলো ছাড়া সিরিজটা হতো না।’
সিরিজে ‘সেলিনা’ চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। নিজের চরিত্র প্রসঙ্গে নিশাত প্রিয়ম এনটিভি অনলাইনকে বলেন, ‘সেলিনা হচ্ছে মোটিভেটেড একটা মেয়ে। যে সব কাজে রাকিবকে (ইয়াশ রোহান) উৎসাহ দিয়ে আসছে। সে যেমন রাকিবের ভালো বন্ধু, প্রেমিকা... মানে ভালবাসার মানুষের যে দায়িত্ব, সে সব কাজ করে থাকে। গল্পে সেলিনার মা নেই; বাবার প্রতিও তাঁর দায়িত্ব অনেক। সেলিনার চরিত্রটা এমন—নিজের যত কষ্ট হোক, প্রিয় মানুষের জন্য সে অনেক কিছুই করে।’
সিরিজটি কেন দর্শক গ্রহণ করবে সে প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে ভাবনাটাই এ সিরিজটিকে আলাদা করে রাখবে। ছাব্বিশ পর্বের সিরিজ—এমনটা আগে দেখেনি দর্শক। দর্শক পছন্দ করবে কারণ, সিরিজে সব কিছু আছে। ক্রিকেটের বাইরে একটি পরিবারের যত রকম গল্প থাকে, সবই আছে এই সিরিজে। এসব কারণে দর্শক গ্রহণ করবে।’
দীর্ঘদিন টিভি পর্দা এবং ওয়েব দুনিয়ায় কাজ করা নিশাত প্রিয়ম সিনেমার প্রস্তাবও পাচ্ছেন। তবে তিনি বলছেন, এখনই সিনেমার জন্য তিনি প্রস্তুত নন; সেজন্যই কাজ করছেন না।
‘ম্যাচ উইনার’ প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। আর, ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে রাত ৯টায়। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম।
গল্পে দেখা যাবে, মফস্বলের একটি ছেলের ক্রিকেটার হতে গিয়ে যে স্ট্রাগল, পরিবার-সমাজের যে পিছুটান, আর্থিক নিরাপত্তা, প্রেমের পরিণতি—এ বিষয়গুলো। গল্পের নায়ক রাকিব ক্রিকেটপাগল ছেলে। রাকিবের স্বপ্ন ক্রিকেটার হওয়া, আর তাঁর বাবার স্বপ্ন—ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করা। অন্যদিকে, রাকিবের প্রেমিকা সেলিনা চায়, রাকিব পড়াশোনাটা করুক, সঙ্গে ক্রিকেটটাও খেলুক। এ রকম একটা সমীকরণে নানামুখী দ্বন্দ্ব শুরু হয়। এর মাঝে রাকিবের ডাক আসে ঢাকার এক ক্লাব থেকে। বাবার স্বপ্ন, না কি নিজের স্বপ্ন পূরণ হবে? একজন ক্রিকেটারের উঠে আসা, সময়ের সঙ্গে নিজের অতীত আর সম্পর্কগুলো ভুলতে বসা—এ রকম নানা দ্বন্দ্ব বার বার সামনে আসবে গল্পে। রাকিব কি পারবে সব কিছু সামলে নিতে, না কি তারকা খ্যাতি তাঁকে বিচ্ছিন্ন করে দেবে সব কিছু থেকে? না কি কারও অশুভ পরিকল্পনার শিকার রাকিব? সব প্রশ্নের সমাধান পাওয়া যাবে ‘ম্যাচ উইনার’ সিরিজে।