ফুটবল পছন্দ হওয়ায় সৌরভের বায়োপিকের প্রস্তাব ফিরিয়েছেন রণবীর?
ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। গুঞ্জন সত্যি করে চলতি মাসে সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন, তাঁর ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।
সৌরভের বায়োপিক নিয়ে গুঞ্জন যতদিন, ততদিন ধরেই জোর গুঞ্জন, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে, ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম স্পটবয়-ই ডটকমের খবর, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন রণবীর কাপুর।
এক সূত্রের বরাতে গণমাধ্যমটি প্রতিবেদনে দাবি করেছে, ‘সঞ্জু’ বাদে জীবনীভিত্তিক সব সিনেমার সিনেমার প্রস্তব ফিরিয়ে দিয়েছেন এই বলিউড তারকা। পরিচালক লাভ রঞ্জন যখন সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কথা উল্লেখ করেছিলেন, তখন রণবীর কাপুর কোনো আগ্রহ দেখাননি। কারণ হিসেবে নাকি অভিনেতা উল্লেখ করেছেন, ক্রিকেটের চেয়ে তাঁর ফুটবল বেশি পছন্দ।
এই সিনেমায় কলকাতার খ্যতিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা শোনা গেলেও তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। কারণ হিসেবে স্পটবয়-ই জানাচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে সৌরভের চরিত্রের জন্য প্যান-ইন্ডিয়া ইমেজের একজন অভিনেতা।
নতুন করে গণমাধ্যমটি গুঞ্জন শুনেছে, বায়োপিকে নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে পারেন সৌরভ গাঙ্গুলি।
পত্রপত্রিকার খবর, বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে ২০০ থেকে ২৫০ কোটি রুপি।
এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।