পরী জবাব দেবেন সিনেমার পর্দায়, রাখবেন বিশ্বাসের মর্যাদা
বিকেল থেকেই ঢাকাই সিনেমার আঁতুড় ঘর বিএফডিসিতে বেশ ভিড়। কারণটা সিনেমার শুটিং নয়, জেল থেকে বের হওয়ার পর প্রথমবার জনসমক্ষে আসবেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। ঠিক সে কারণেই বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে সামনে নির্ধারিত সময়ের আগেই বেশ জটলা। সেখানে বিকেল ৫টায় পরী কথা বলবেন তাঁর ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে।
বিকেল গড়িয়ে ঠিক সন্ধ্যা হওয়ার আগে সাদা গাড়িতে কালো শাড়ি পরে হাজির পরী। উপস্থিত সাংবাদিকদের পরী জানালেন, প্রীতিলতা সিনেমাটি দিয়ে পর্দায় জবাব দিবেন, রাখবেন বিশ্বাসের মর্যাদা।
পরীর ভাষায় সেটা এমন, ‘প্রীতিলতার মতো একটি চরিত্র আমাকে দেওয়া হয়েছে; এটা অনেক বড় একটা দায়িত্ব। আমার ওপর বিশ্বাস রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। প্রীতিলতা যেভাবে তাঁর মায়ের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, আমিও সবার কাছে সে রকম আশীর্বাদ চাই।’
প্রীতিলতা চরিত্র নিয়ে প্রায় দুই বছর প্রস্তুতি নিয়েছেন পরী। এক প্রশ্নের জবাবে সেই তথ্য জানালেন এভাবে, ‘এই চরিত্র ধারণ করা দুই দিনের ব্যাপার না। দীর্ঘ দুই বছর ধরে টিমের সঙ্গে কাজ করে চরিত্রটি ধারণ করছি। কতটা ধারণ করতে পেরেছি, সেটার জবাব দেবো সিনেমার পর্দায়। এখানে নয়।’
এরই মধ্যে সিনেমাটির ৩৫ ভাগ শুটিং শেষ করেছেন পরী মণি। যেখানে তিনি অভিনয় করেছেন অলিভিয়া চরিত্রে। ততটুকু জানানো পর বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না বলেই নায়িকা জানালেন সংবাদ সম্মেলনে।
গোলাম রাব্বানীর রচনায় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যুবার্ষিকীতে আজ সিনেমাটির সবশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করে সিনেমাটির টিম। যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক মহিত হাওলাদার, পরিচালক রাশেদ পলাশ, অভিনয়শিল্পী শম্পা রেজা, চিত্রনাট্যকার গোলাম রব্বানীসহ অনেকেই।
অক্টোবরের শেষ দিকে চট্টগ্রামে পুণরায় শুরু হবে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ লটের শুটিং। গেল বছরের নভেম্বরে সিনেমাটির শুট শুরু হয়। সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন কবির সুমন, আরেকটি গান থাকছে সাব্বির নাসিরের কণ্ঠে। কসটিউম ডিজাইনার হিসেবে আছেন বিবি রাসেল।