কুমিল্লায় পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বাস্তবায়ন নিয়ে সভা
উন্নত প্রযুক্তিনির্ভর পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর প্রয়োগ ও বাস্তবায়ন নিয়ে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার পাট অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমান।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শওকত উসমান, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফাহিমা বিনতে আখতার, পাট অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ পাট অধিদপ্তর কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।