শহিদপত্নী মীরার গায়ে মাত্র ২৫ হাজারের রয়েল ব্লু
মীরা রাজপুত বিনোদন অঙ্গনের কেউ নন। তবু শহিদ কাপুরের স্ত্রী বলে কথা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটু সময় কাটালেই বুঝবেন, কী ফ্যাশন সেন্স তাঁর। বেশ কয়েকটি ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদকন্যাও হয়েছেন।
তারকাদের স্ত্রী-সন্তান যা করেন, যা পরেন; তা-ই উঠে আসে পেজ থ্রির পাতায়। অন্তর্জালে হয় নানান আলোচনা-সমালোচনা। সে দিক দিয়ে সৌভাগ্যবান মীরা। তাঁর অনুরাগীর সংখ্যা অনেক। কটাক্ষকারীর সংখ্যা নগন্য।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে রয়েল ব্লু স্ট্র্যাপলেস পোশাকে দেখা যায়। কাঁধখোলা এই পোশাকে দারুণ লাগছে মীরাকে।
সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মীরা রাজপুত। পোশাকটির দাম কত জানেন? নিশ্চয়ই ভাবছেন অনেক দামি। না, মাত্র ২৫ হাজার রুপি। তারকা পরিবারের সদস্যদের তো প্রায়ই লাখ-লাখ টাকার পোশাক পরতে দেখা যায়। সে তুলনায় এ অর্থ তো খুবই কম।
২০১৫ সালে শহিদ কাপুরকে বিয়ে করেন মীরা রাজপুত। তাঁদের ঘরে রয়েছে মিশা কাপুর ও জৈন কাপুর নামে দুই ছেলেমেয়ে।