বৃদ্ধকে বেঁধে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বৃদ্ধ দুলাল মিয়াকে (৭১) বেঁধে বেধড়ক পিটিয়েছেন এক আওয়ামী লীগনেতা। গতকাল সোমবার বিকেলে গাজিরভিটা ইউনিয়ন পরিষদ অফিসে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দেলোয়ার হোসেন গাজিরভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি।
এ ঘটনায় গতকাল রাতে হালুয়াঘাট থানায় নির্যাতনের শিকার বৃদ্ধ দুলাল মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার পর থেকে মোবাইল ফোন বন্ধ করে পলাতক আছেন দেলোয়ার হোসেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান আজ মঙ্গলবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তেঁতুলিয়া এলাকায় নির্যাতনের শিকার বৃদ্ধ দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তা সংস্কার করছিলেন চেয়ারম্যান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান বৃদ্ধকে গাড়িতে তুলে ইউপি অফিসে নিয়ে আসেন। পরে বৃদ্ধ দুলালের দুই হাত পেছনে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করেন চেয়ারম্যান। পরে স্বজনরা দুলাল মিয়াকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘দুলাল মিয়া সরকারি কাজে বাধা দিয়ে আমার গায়ে হাত তোলেন। পরে গ্রামপুলিশ তাকে আমার গাড়িতে তুলে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। ভয় দেখানোর জন্য সেখানে লাঠি দিয়ে কয়েকটা আঘাত করেছি।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ‘এ ঘটনায় রাতেই নির্যাতনের শিকার বৃদ্ধ দুলাল মিয়া মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’