চবিতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘বিজয়’-এর দুপক্ষের মধ্যে সংঘর্ষে চার শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন চবির অ্যাকাউন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাহিদ, সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মুজাহিদ ও আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহিল কবির।
‘বিজয়’-গ্রুপের আল আমিন নামের এক শিক্ষার্থীর দাবি, ‘হঠাৎ আমাদের ছেলেদের ওপর অতর্কিত হামলা করা হয়। আমরা জানি না তারা কারা। তবে, আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলব। তাঁরা (আহত শিক্ষার্থীরা) কিছুটা সুস্থ হলে তাঁদের সঙ্গে কথা বলে আমরা মামলার দিকে যাব কি যাব না, সে বিষয়ে বলতে পারব।’
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। নিজেরাই ঘটনা ঘটাচ্ছে। আমরা ব্যবস্থা নেব। এরই মধ্যে আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’