বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও
বাগেরহাটের রামপাল উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া সেই দুই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। তাদের জন্য করা হয়েছে প্রয়োজনীয় সব শিক্ষা উপকরণের ব্যবস্থা। আজ রোববার এ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের হাতে তুলে দেওয়া হয়েছে সেসব উপকরণ।
গত শুক্রবার দুপুরে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলার পেড়িখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জিগিরমোল্লা ও সিংগড়বুনিয়া গ্রামের দুইটি বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন দেন ইউএনও মো. কবীর হোসেন।
সেই দুই শিক্ষার্থীর মধ্যে আজ বিকেলে একজনের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা উপকরণ। এ সময় ওই শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন। অপর শিক্ষার্থী খারাপ আবহাওয়ার কারণে আসতে পারেনি।
ইউএনও মো. কবীর হোসেন বলেন, ‘বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া ওই শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব এখন আমাদের। এ ছাড়াও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।’
এদিকে ইউএনওর এমন উদ্যোগে তাকে সাধুবাদ জানিয়েছে জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।