দেড় বছর পর সশরীরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে পরীক্ষা শুরু হওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফলে ক্যাম্পাসে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশের।
জবির পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বাস্থ্যবিধির বিষয়ে সরকারের দেওয়া নির্দেশনা মেনে ভালোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব মেনে প্রতি কক্ষে ২০ থেকে ৩০জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আগে এসব রুমে ৬০ থেকে ৭০ জন পরীক্ষা দিত। সব বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা নিয়েছে। আজ ২২টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা হয়েছে।’
আক্তারুজ্জামান আরও বলেন, ‘দুইজন শিক্ষার্থীকে অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে তাঁরা আর পরীক্ষা দেয়নি। যথাযথ আইন মেনে কেরানীগঞ্জ জেলখানায় দুজন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এনটিভি অনলাইনকে বলেন, ‘কয়েকবার পরীক্ষার তারিখ দিয়ে করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে চার সপ্তাহ পর তারিখ দিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা বেড়ে গেলে সশরীরে না গিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ছিল আমাদের। তবে করোনা প্রকোপ কম থাকায় আজ থেকে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। সব বিভাগ স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এমনভাবে রুটিন করেছে যাতে ক্যাম্পাসে ছাত্র সমাগম কম হয়।’