কীভাবে থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাব?
থাইরয়েড আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটি অনেকটা প্রজাপতির মতো। থাইরয়েড গ্রন্থির সমস্যা হলে গলগণ্ড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজমসহ বিভিন্ন সমস্যা হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে থাইরয়েডের সমস্যা ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শারমিন জাহান নিটোল।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, অনেক পেশেন্ট এসে বলেন যে স্যার আমার থাইরয়েড হয়েছে। থাইরয়েড কিন্তু জন্মগতভাবেই সব মানুষের থাকে। আমাদের গলার সামনে প্রজাপতির মতো একটা ছোট গ্ল্যান্ড থাকে, এটা শ্বাসনালীর সামনে থাকে। এই অরগ্যানের নামই হচ্ছে থাইরয়েড। এখন থাইরয়েডের রোগ সম্পর্কে যদি বলতে চাই, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি কখনও বেশি বেশি... এখান থেকে হরমোন তৈরি হয়। মাথা থেকে পা পর্যন্ত হরমোন ছড়িয়ে পড়ে এবং আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করে। কখনও যদি হরমোনটা বেশি তৈরি হয় অথবা কম তৈরি হয় অথবা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি গোটা তৈরি হয়, তাহলে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়। এই কম ও বেশি হরমোন তৈরি হওয়ার নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম ও হাইপারথাইরয়েডিজম।
থাইরয়েডের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।