চেন্নাইকে আইপিএলের ফাইনালে তুললেন ধোনি
জয়ের জন্য চাই ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর। রান তাড়ায় দারুণ শুরু এনে দেন রবিন উথাপা ও রুতুরাজ গায়কোয়াড়। এরপরেও ভীতি ছড়ায় চেন্নাই সুপার কিংস শিবিরে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির ছোট্ট ক্যামিওতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠল চেন্নাই।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল রোববার রাতে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই। ৫০ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন গায়কোয়াড়।
মূলত শেষ দিকে হতাশা সঙ্গী হয়েছে দিল্লির। শেষ ওভারে পরপর তিনটি চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি। শেষ ৬ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক।
এ ছাড়া উথাপা ৪৪ বলে ৬৩ রান করেন। মঈন আলি করেন ১৬ রান। বাকি রাইডু করেন ১ রান ও দু প্লেসি করেন সমান ১ রান।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ১৭২ রান করে দিল্লি। পৃথ্বী শ ৩৪ বলে ৩ ছক্কা ৭ চারে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাঁচ নম্বরে নেমে ৩৫ বলে ২ ছক্কা ও ৩ চারে ৫১ রানে অপরাজিত থাকেন পন্থ। ২৪ বলে ৩ চার ও একটি ছক্কায় ৩৭ রানের ইনিংস উপহার দেন শিমরন হেটমায়ার।
অবশ্য চেন্নাইয়ের কাছে হারলেও এখনই ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাচ্ছে না দিল্লির। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে দিল্লি। আজ সোমবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৭২/৫ (পৃথ্বী ৬০, ধাওয়ান ৭, শ্রেয়াস ১, আকসার ১, পান্ত ৫১, হেটমায়ার ৩৭, টম কারান ০*; দিপক চাহার ৩-০-২৬-০, হেইজেলউড ৪-০-২৯-২, শার্দুল ৩-০-৩৬-০, জাদেজা ৩-০-২৩-১, মইন ৪-০-২৭-১, ব্রাভো ৩-০-৩১-১)
চেন্নাই সুপার কিংস: ১৯.৪ ওভারে ১৭৩/৬ (রুতুরাজ ৭০, দু প্লেসি ১, উথাপা ৬৩, শার্দুল ০, রায়ডু ১, মইন ১৬, ধোনি ১৮*, জাদেজা ০*; নরকিয়া ৪-০-৩১-১, আভেশ ৪-০-৪৭-১, রাবাদা ৩-০-২৩-০, আকসার ৩-০-২৩-০, টম কারান ৩.৪-০-২৯-৩, অশ্বিন ২-০১৯-০)
ফল: চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রুতুরাজ গায়কোয়াড়।