দুর্গাপূজায় এনটিভির ৩ দিনব্যাপী বিশেষ আয়োজন
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার অষ্টমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘সে আমার মন কেড়েছে’। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তিন্নি, আলমগীর, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ডন, আফজাল শরীফ প্রমুখ।
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘সবার উপরে প্রেম’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, ফেরদৌস, কাজল, খলিলুল্লাহ খান, আবুল হায়াত, ডন, নাদের খান প্রমুখ।
১৪ অক্টোবর নবমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘জীবনঢুলী’। তানভীর মোকাম্মেলের চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, রাফিকা ইভা, পাভেল ইসলাম, তবিবুল ইসলাম বাবু, পরেশ আচার্য্য, আব্দুল হান্নান শেলী প্রমুখ।
দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবিতে পূজার গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রুপালি পর্দার গান’। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘কথা দাও সাথী হবে’। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আহমেদ শরীফ, নাসরিন, আফজাল শরীফ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
রাত ৯টায় প্রচার হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘শরতের অতিথি’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবলীনা সুর। অংশগ্রহণ করেছেন নকুল কুমার বিশ্বাস, রত্না ঘোষ, মঞ্জু সাহা, অধ্যাপক সৌমিত্র শেখর, নিরঞ্জন অধিকারী। রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘মিউজিক নাইট’-এর বিশেষ পর্ব। মমর উপস্থাপনায় বিশেষ আয়োজনে শিল্পী হিসেবে থাকবেন ঋতুরাজ ও প্রিয়াঙ্কা বিশ্বাস। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করবেন কাজী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ নূরুজ্জামান।
১৫ অক্টোবর দশমীর দিন সকাল ৮টা ৪৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ছুটির দিনের গান’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় ও দেবলীনা সুরের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ।
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘শাপমোচন’। ফল্গুনী মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম দুলাল। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, চাঁদনী, দিতি, রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মানস বন্দ্যোপাধ্যায়, দিলীপ চক্রবর্তী প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে পূজার রান্না নিয়ে বিশেষ রান্নার অনুষ্ঠান ‘টুডেস কিচেন’। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। রাত ৯টায় প্রচার হবে দুর্গাপূজার বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বাদ্য বাজে পুজার তালে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে দুর্গাপুজার বিশেষ নাটক ‘এবার পূজায়’। প্রীতি দত্তর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবা, মোহাম্মদ বারি, ফরহাদ লিমন, তন্ময় তানিয়া, অর্ণব অন্ত প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিনোদনমূলক অনুষ্ঠান ‘রূপকথার রাত’-এর বিশেষ পর্ব। সায়েম ও নীল এইচ জাহানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের অতিথি পূজা সেন গুপ্তা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান।